• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বৃষ্টি বিরতির পর মাঠে ফিরল দুই দল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১  

ঢাকা টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন পড়ে বৃষ্টির বাধায়। ৪৪ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা বন্ধ থাকে। পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১২৩ রান। আজহার আলি ২০ ও বাবর আজম ৩৮ রানে অপরাজিত ছিলেন। ২৫ মিনিটের মতো খেলা বন্ধ থাকার পর বেলা ১টা ৫৫ মিনিটে আবার শুরু হয় খেলা। টস জিতে মিরপুরে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দিনের শুরুতে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকে সফরকারী দল। শুরুতে বাংলাদেশি বোলাররা দুই ওপেনার আবিদ আলি ও আবদুল্লাহ শফিকের কাছে পাত্তা না পেলেও দ্বিতীয় ঘণ্টায় বদলে যায় দৃশ্যপট। ব্যক্তিগত পঞ্চম ওভারে তাইজুলের শিকার বনে ২৫ রানে সাজঘরের পথ ধরতে হয় আবদুল্লাহ শফিককে। সাজঘরে ফেরার আগে আবিদ আলির সঙ্গে গড়েন ৫৯ রানের জুটি। পাকিস্তান শিবিরে দ্বিতীয় আঘাতটিও হানেন তাইজুল। তাইজুলের স্পিন সামাল দিতে না পেরে ৩৯ রানে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ দুই উইকেটের বিনিময়ে ৭৮ রান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা