• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মুমিনুল চাইলে বিশ্রাম নিতে পারেন : সাকিব

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ জুন ২০২২  

ভীষণ দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন মুমিনুল ইসলাম। সর্বশেষ ৯ ইনিংসে যার স্কোর সিঙ্গেল ডিজিট। এই ফর্মহীনতায় তাকে ছাড়তে হয়েছে টেস্ট নেতৃত্বও। তার পরেও আর নিজেকে খুঁজে পাচ্ছেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই তার দুই ইনিংসে স্কোর ছিল ০ ও ৪! এই মুহূর্তে তার করণীয় কী? সাকিব আল হাসান মনে করছেন, মুমিনুল চাইলে ক্রিকেট থেকে কিছু সময় দূরে কাটাতে পারেন।

তবে পুরো বিষয়টা মুমিনুলের ওপরই ছেড়ে দিচ্ছেন টেস্ট অধিনায়ক। সাকিব বলেছেন, ‘আমার জন্য বিষয়টা নিয়ে কথা বলা কঠিন। তবে মুমিনুলের সঙ্গে প্রতিনিয়ত কথা বলি। ভবিষ্যতেও বলবো। যদি মুমিনুল মনে করে ওর বিরতি প্রয়োজন, তাহলে সেটা সম্ভব।’

চলমান সিরিজ সহ সর্বশেষ ৯ ইনিংসে মুমিনুলের স্কোর- ০, ২,৬, ৫, ২, ৯, ০, ০, ৪। তার মধ্যে টানা ইনিংসে ৬ ব্যাটারের ডাক মারার রেকর্ডেও তার নামটি যুক্ত। তবু সাকিব মনে করেন, একটি টেস্টের পরে বিরতির সিদ্ধান্ত নেওয়া মোটেও আদর্শ নয়, ‘আমার মনে হয় একটি ম্যাচের পরেই এমন সিদ্ধান্ত গ্রহণ আদর্শ নয়। এখন দুই দিনের বিরতি আছে। সেন্ট লুসিয়ায় ট্রেনিংয়ের সময় দলের স্বার্থে যা ভালো মনে হবে, সেটাই করা হবে।’

ক্যারিবীয়দের বিপক্ষে মুমিনুলের যে বিষয়টি সবচেয়ে বেশি দৃষ্টিকটূ তা হলো গতির কাছে পুরোপুরি পরাস্ত হচ্ছেন তিনি। প্রথম ইনিংসে জেইডেন সিলসের গতি বুঝতে না পারায় বল ব্যাটের কানা ছুঁয়ে দ্বিতীয় স্লিপে গেছে। পরের ইনিংসে তো কাইল মেয়ার্সের মিডিয়াম পেসেও দুর্বল ডিফেন্সের খেসারত দিয়েছেন এলবিডাব্লিউ হয়ে। তাছাড়া টপ অর্ডারেরও অবস্থা এমন যে, ১২ ইনিংসে ৪ উইকেটের পতন হয়েছে শত রানের নিচে। এই মুহূর্তে শুক্রবার শুরু হতে যাওয়া টেস্টে কি নতুন খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হবে? এমন প্রশ্নে সাকিব বললেন, ‘আসলে পরিবর্তন আনলেই যে দলের ভালো হবে, তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আপনি যদি দেখেন ১৬ ইনিংসের ১২টিতেই শত রানের নিচে চার উইকেট হারিয়েছি। এটা খুবই দুশ্চিন্তার বিষয়। শুধু মাত্র দলীয় প্রচেষ্টাই পারে এখান থেকে উদ্ধার করতে। জানি, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এর আগেও এমন সময়ের মধ্যে দিয়ে গেছি। তাই আমার সেই বিশ্বাসটা আছে।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা