• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

‘সৌদির কাছে হারলেও আর্জেন্টিনা এখনও চ্যাম্পিয়ন হতে পারে’

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২  

কাতার বিশ্বকাপে দেখা মিলছে একের পর এক চমকের। এর মধ্যে সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার।

আলবিসেলেস্তেরা টুর্নামেন্ট শুরু করেছিল ফেভারিট হিসেবে। কিন্তু প্রথম ম্যাচ হেরে এখন তাদের জন্য কঠিন হয়ে গেছে গ্রুপ পর্ব পার করাও।  

সৌদির কাছে হেরে ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে আর্জেন্টিনার। মানসিকভাবেও তাদের পিছিয়ে পড়ার কথা। তবে এখনও আলবিসেলেস্তেদের নিয়ে আশা দেখছেন স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। আল কাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন, আর্জেন্টিনা এখনও হতে পারে চ্যাম্পিয়ন।

ইনিয়েস্তা বলেন, ‘সৌদি আরব দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনার বিপক্ষে। প্রথম ম্যাচ হারলেও এখনও বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা। ২০১‌০ সালে আমাদের দিকেই দেখুন, প্রথম আমরাই এটি করে দেখিয়েছি। ’

দীর্ঘদিন বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে খেলেছেন ইনিয়েস্তা। আর্জেন্টাইন অধিনায়কের সবচেয়ে কাছের বন্ধুদের একজন তিনি। বিশ্বকাপ দেখতে কাতারে আছেন ইনিয়েস্তা। এখানে তার দেখা হতে পারে মেসির সঙ্গেও।  

এ নিয়ে তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আগে মেসির সঙ্গে আমার কথা হয়েছে। দোহায় দেখা হওয়ার ব্যাপারে আমাদের কথা হয়েছে। বিশ্বকাপের ব্যাপারে আমি মেসিকে সর্বোচ্চ শুভ কামনা জানিয়েছি। সে এক নম্বর। ’

বিশ্বকাপে দারুণ শুরু করেছে স্পেনও। কোস্টারিকার জালে দিয়েছে ৭ গোল। এ নিয়ে ইনিয়েস্তা বলেছেন, ‘কোস্টারিকার বিপক্ষে দুর্দান্ত পর্যায়ের খেলেছে। নজরটা এখন জার্মানির সঙ্গে ম্যাচে দিতে হবে। ’

গতকাল দারুণ পারফর্ম করা গাভিকে নিয়ে ইনিয়েস্তা বলেন, ‘সুন্দর ব্যাপার হচ্ছে গাভি আমাকে তার আদর্শ মনে করে। আমি নিজের দিনগুলোতে ফিরে যাই, যখন গার্দিওলা-লাউড্রুপের মতো ফুটবলারদের দিকে দেখতাম। এটা আমাকে গর্বিত করে। ’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা