• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নতুন মাইলফলক স্পর্শ করলেন লিটন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের উইকেটরক্ষক ও ব্যাটার লিটন দাস ছিলেন মাইলফলকের সামনে। নবম বাংলাদেশি হিসাবে দুই হাজার রানের ক্লাবে পৌঁছে গেলেন তিনি। খেলার ২০ তম ওভারে ম্যাথু হামফ্রেসকে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূরণ করেন লিটন। একইসঙ্গে স্পর্শ করেন ওয়ানডেতে ক্রিকেটে ২০০০ রানের মাইলফলক।

২ হাজার রান লিটন করতে লিটনের ৬৫ ইনিংস লেগেছে। একই সময়ে শাহরিয়ার নাফিসেরও লেগেছিল সমান ৬৫ ইনিংস। 

বাংলাদেশের ব্যাটসম্যানের মধ্যে ২ হাজার রানের মাইলফলকে এই দুজনই এখন যুগ্মভাবে দ্রুততম। 

ক্যারিয়ারের অষ্টম ফিফটি করতে লিটন খেলেছেন ৫৩ বল। ২ চারের সঙ্গে মেরেছেন ৩টি ছক্কা। ৮ ফিফটি ছাড়াও ওয়ানডেতে ৫টি সেঞ্চুরি আছে স্টাইলিশ ওপেনারের। সর্বোচ্চ ১৭৬ রান। 

২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ইনিংসটি ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা