• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আনুষ্ঠানিকতার চেয়ে সেবার গুরুত্ব বেশী দিতে হবে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেছেন, 'আনুষ্ঠানিকতার চেয়ে সেবার গুরুত্ব বেশী দিতে হবে। মুজিব বর্ষে সকল সরকারি বেসরকারি কর্মকর্তা, কর্মচারিকে এ বিষয়টি নিশ্চিত করতে হবে। দেশের উন্নয়ন তরান্বিত করতে হলে সকলকে সময় বাঁচিয়ে সেবা দিতে হবে'।

মঙ্গলবার বেলা ১১টায় মোরেলগঞ্জে কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক একই সাথে ৩ দিনব্যাপী বই মেলা ও উপজেলা পাঠাগারের উদ্বোধন করেন।

৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, কৃষিবিদ অমিতাভ মন্ডল, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন।

গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা