• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আসসালামু আলাইকুম...এবারের রমজান সম্পূর্ণ ভিন্ন : ট্রুডোর বার্তা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২০  

আজ চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে রোজা। পবিত্র এই মাস উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুড্রো। এক ভিডিওবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আসসালামু আলাইকুম। আজ কানাডা ও বিশ্বের অন্যান্য দেশের মুসলিমরা পবিত্র রমজান শুরু করছেন। আসছে মাসটিতে মুসলমানরা ইবাদত করবেন, সারাদিন রোজা পালন করবেন এবং সন্ধ্যায় রোজা ভাঙবেন। এই রমজানে মুসলমানদের প্রতি ইসলামের মূল্যবোধ অনুযায়ী সহমর্মীতা, শান্তি এবং সেবাদানের মাধ্যমে যথযাথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, কোনো সন্দেহ নেই এবারের রমজান হবে সম্পূর্ণ ভিন্ন। তবে আমি আমি জানি, মানুষ তাদের জীবনের অর্থ ঠিকই খুঁজে নেবে। মুসলিম কানাডিয়ানরা সবসময়ই আমাদের দেশকে আরো উন্নত, শক্তিশালী করে তুলেছেন। এই মাসে তার ব্যতিক্রম হবে না। 

এ সময় তিনি অন্যান্য মুসলমানদের সহায়তা দিতে মুসলিম সংগঠনগুলোর তৎপরতার কথাও তুলে ধরেন। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা