• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ইউটিউবার থেকে কৃতিকা এবার টিভি উপস্থাপক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১  

গত দেড় বছরে দেশ-বিদেশের বিখ্যাত সব জায়গা ঘুরে প্রায় সত্তরটির মতো ভিডিও তৈরি করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সুমাইয়া চৌধুরী কৃতিকা। ইউটিউবার থেকে কৃতিকা এবার টেলিভিশনে, হয়েছেন উপস্থাপক। 

এরই মধ্যে দেশের বেশ কিছু পোশাকের ব্র্যান্ডের মডেল হয়েছেন কৃতিকা। এবার ‘ওভার দ্য টপ’ নামে একটি টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। দেশ-বিদেশের ওয়েব সিরিজ নিয়ে গঠনমূলক আলোচনা-সমালোচনায় সাজানো হয়েছে তার এ অনুষ্ঠান। সেখানে থাকবে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম নিয়েও আলোচনা। কৃতিকার সঙ্গে উপস্থাপনায় থাকবেন নির্মাতা নোমান রবিন। কৃতিকা জানালেন, এ রকম বিষয়বস্তু নিয়ে প্রথম টেলিভিশন অনুষ্ঠান এটি। এরই মধ্যে দুটি পর্বের শুটিংও শেষ হয়েছে।
 
কৃতিকা বলেন, জানামতে, এ ধরনের বিষয়বস্তু নিয়ে আগে কোনো টেলিভিশন অনুষ্ঠান হয়নি। এরই মধ্যে একটি আলোচিত ওয়েব সিরিজ নিয়ে আমরা প্রথম দুটি পর্বের শুটিং করেছি।

তিনি বলেন, নতুন তথ্য, জ্ঞান আমাকে আকৃষ্ট করে। তবে এ ধরনের অনুষ্ঠানের উপস্থাপনা করতে গিয়ে দেখলাম, উপস্থিত বুদ্ধি খুব জরুরি। কাজটি করতে গিয়ে আমাকে নতুন করে স্টাডি করতে হচ্ছে। পাশাপাশি দেশ-বিদেশ ঘুরে ভ্লগিংয়ের অভিজ্ঞতাটাও এখানে কাজে দিচ্ছে।’

‘ওভার দ্য টপ’ অনুষ্ঠানটির স্থায়িত্বকাল ২৫ মিনিট। চলতি মাস থেকে এসএ টিভিতে সপ্তাহে এক দিন দেখা যাবে এটি। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মফিজুল ইসলাম।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা