• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনা যুদ্ধে স্টার্লিং-কেনদের মানবিক সহায়তা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ মে ২০২০  

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আগেই সামিল হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলাররা। #প্লেয়ার্স টুগেদার মুভমেন্টে যোগ দিয়ে লিগের খেলোয়াড়রা দিয়েছেন মানবিক সহায়তা। যার পুরোটাই গেছে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস)।

এবার তাদের পথে হাঁটতে যাচ্ছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। এনএইচএসে বড় অঙ্কের দান করতে যাচ্ছেন রাহিম স্টার্লিং-হ্যারি কেনরা। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ১৬টি আন্তর্জাতিক ফুটবল খেলার ম্যাচ ফি’র বড় একটা অংশ দিবে তারা দেশের স্বাস্থ্য সেবার কাজে।

ইংল্যান্ড জাতীয় নারী ফুটবল দল এনএইচএসের ফান্ডে দান করার ঘোষণা দিয়েছে গত মাসেই। এবার সহায়তার ঘোষণা দিল দেশটির পুরুষ ফুটবল দল।

ইংল্যান্ডের জাতীয় পুরুষ ফুটবলারদের সঙ্গে যোগ দিয়ে এনএইচএসের চ্যারিটি ফান্ডে বিশাল অঙ্কের দান করতে যাচ্ছে স্কটল্যান্ডের পুরুষ ও নারী ফুটবল দলও।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারীতে ব্রিটেনে সম্মুখ যুদ্ধে লড়ে যাচ্ছেন এনএইচএসের নিঃস্বার্থ চিকিৎসক, নার্স ও সকল স্বাস্থ্য কর্মীরা। ফুটবলারদের দান খরচ হবে এই জাতীয় বীরদের সহায়তায়।

মহতী কাজের জন্য ২০০৭ সাল থেকে কাজ করে যাচ্ছে ইংল্যান্ড ফুটবলার্স ফাউন্ডেশন। প্রতিষ্ঠার এক দশকের মধ্যে সংস্থাটি ৫ মিলিয়ন পাউন্ডের বেশি তহবিল গড়েছে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর সব মিলিয়ে ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সকল পুরুষ ফুটবলাররা দান করবেন এই ফান্ডে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা