• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনাভাইরাসের কারনে রপ্তানি বন্ধ থাকায় বিপাকে কাঁকড়া চাষিরা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ মার্চ ২০২০  

করোনাভাইরাসের কারণে রপ্তানি বন্ধ থাকায় দুশ্চিন্তায় বরগুনার কয়েকশ চাষি। পুঁজি হারিয়ে নিঃস্ব হতে চলেছেন চাষিরা।

একদিকে লোকসান আর অন্যদিকে ঋণের বোঝায় দিশেহারা হয়ে হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন চাষিরা।

বরগুনার পাথরঘাটায় এক হাজারের বেশি ঘেরে কাঁকড়া চাষ হচ্ছে। গতবছর এ উপজেলায় প্রায় নয় হাজার কেজি কাঁকড়া উৎপাদন হয়েছে। চলতি বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার কেজি।

চীনে কাঁকড়ার চাহিদা ও বাজার ভালো থাকায় গত কয়েক বছরে চাষিরা গড়ে তোলেন ঘের। কিন্ত করোনা ভাইরাসের কারনে উৎপাদিত এসব কাঁকড়া রপ্তানি বন্ধ হয়ে গেছে। এতে মাত্র দু’মাসে পরিপক্ক ও ডিমওয়ালা কাকড়া ঘেরেই মরতে বসেছে।

এদিকে দেশের বাজারে কাঁকড়ার চাহিদা না থাকায় দাম কমেছে কয়েকগুণ। আগে যে কাঁকড়া বিক্রি হতো ২২০০ থেকে ২৮০০  টাকা কেজি, তা এখন বিক্রি হচ্ছে মাত্র ২'শ থেকে আড়াই'শ টাকায়। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব চাষিরা।

শুধু কাঁকড়া চাষিই নন, তাদের লাখ লাখ টাকা দাদন দিয়ে সহায়তা করে নিঃস্ব আড়ৎদার ও ব্যবসায়ীরাও।

কাকড়া চাষিদের সহায়তায় সরকারের হস্তক্ষেপের আশা এনজিও কর্মীর ।

বরগুনা সংগ্রাম-এর সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর গোলাম মোর্শদ রাহাত জানান, দুই থেকে আড়াই কোটি টাকা চাষিদের লোকসান হবে আর পনের থেকে বিশ কোটি টাকা আড়ৎদারদের লোকসান হবে।

এ সমস্যা সমাধানে অন্য দেশে বাজার ধরার চেষ্টা করছে মৎস্য বিভাগ।

বরগুনার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা পাথরঘাটা জয়ন্ত কুমার অপু বলেন, যাতে কাঁকড়ার না মরে এবং পোনার ডেভেলপমেন্ট একটু ধীরে ধীরে আসে সে দিকে খেয়াল রাখতে হবে এতে করে অন্য কোন দেশে কাঁকড়া রপ্তানির সুযোগ তৈরি হবে।

বরগুনা জেলার পাথরঘাটা, আমতলী ও তালতলীতে প্রায় ৭'শর মত কাঁকড়া চাষি রয়েছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা