• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনার বিস্তাররোধে বাদল চত্বরে স্থায়ী হাত ধোয়ার ব্যবস্থা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

করোনার বিস্তাররোধে শরণখোলা উপজেলা সদরের ব্যস্ততম ও জনবহুল এলাকা পাঁচরাস্তা বাদল চত্বর মোড়ে স্থায়ী হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অর্থায়নে এবং রায়েন্দা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় দুটি ট্যাপ বিশিষ্ট পাকা বেসিন নির্মাণ করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আনুষ্ঠানিকভাবে সেখানে হাত ধোয়ার উদ্বোধন করা হয়।

শরণখোলা উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান জানান, হাত ধোয়ার নির্মানে ৬০হাজার টাকা ব্যয় হয়েছে। করোনা পরিস্থিতির এই মুহূর্তে মানুষের জন্য বেশ কাজে আসবে এটি।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, পাঁচরাস্তা বাদল চত্বর মোড়ে বাস, মোটরসাইকেল, অটোভ্যান ও ইজিবাইক স্ট্যান্ড হওয়ায় এখানে জনসমাগম বেশি। তাই এখানে অবস্থানকারী মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে হাত ধোয়ার স্থায়ী ব্যবস্থা করা হয়েছে। সাবান, টিস্যু রাখা আছে, যার যখন ইচ্ছে হাত-মুখ ধুয়ে নিতে পারবে। করোনা পরিস্থিতি কেটে গেলেও এটি থাকবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা