• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

করোনায় প্রবাসী শ্রমিকদের বেতন দেবে কাতার সরকার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

কাতারে করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দুই বাংলাদেশিসহ মারা গেছেন তিন জন। সংক্রমণ থেকে বাঁচাতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া জরুরি বলে মনে করছেন প্রবাসীরা।

কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহের মধ্যে দুজন বাংলাদেশি মারা যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে প্রবাসীদের।

প্রবাসীরা বলছেন, বাংলাদেশের যত প্রবাসী আছে সবাই খুব ভয়ে আছে। সবাইকে খুব সাবধানের থাকাতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান প্রবাসী বাংলাদেশি কণ্ঠশিল্পী রুখসানা জাহিদেন।

কাতার প্রবাসী বাংলাদেশি এ কণ্ঠশিল্পী বলেন, অতি প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না। সরকারের নির্দেশনা মেনে চলুন।

সংক্রমণ ঠেকাতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার সরকার। তবে চলমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য বন্ধ হতে থাকায় বিপাকে পড়েছেন অনেকে। কোয়ারেন্টাইনে থাকা ও আক্রান্ত অভিবাসী শ্রমিকদের বেতন সরকারের পক্ষ থেকে প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।
 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা