• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কাচের জিনিস ঝকঝকে রাখুন এই উপায়ে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০  

কাচের জিনিস কেনার সময় যেমন চকচকে থাকে ব্যবহারের পর তেমন থাকে না। উপযুক্ত পরিষ্কারক দিয়ে সাফ না করার কারণেই কাচ উজ্জ্বলতা হারায়। পরিষ্কার করতে কিছু নিয়মও মানতে হবে-

> কাচ পরিষ্কার করার আগে তা কোনো নরম সুতি কাপড় দিয়ে ঝেরে নেয়া ভালো। তারপর কাচ পরিষ্কারক স্প্রে করে পাতলা কাপড় দিয়ে মুছে নিলে তা ভালো থাকে। 

> সাধারণ সাবান দিয়ে কাচ পরিষ্কার না করাই উত্তম। বাজারে তরল সাবান মেলে। কাচের বাসন পরিষ্কারের জন্য সেগুলো উপযোগী। এ ধরনের বাসন মাজতে খসখসে ও অমসৃণ স্ক্রাবার ব্যবহার করা উচিত হবে না। তাতে বাসনে চিড় পড়ার আশঙ্কা থাকে।

> কাচের বাসন থেকে তেল দূর করতে তা লেবুর রস মেশানো সামান্য গরম পানিতে ডুবিয়ে রাখা যেতে পারে। এরপর নাইলনের স্ক্রাবার দিয়ে পরিষ্কার করলে সুফল মেলে। তারপর নরম সুতি কাপড় দিয়ে মুছে নিলেই চকচক করবে।

> কাচের গ্লাস পরিষ্কার করতে তরল সাবান এড়িয়ে যাওয়া ভালো। লেবু মেশানো গরম পানিতে কিছুক্ষণ ডুবিয়ে নরম কাপড় দিয়ে মুছে নিলেই কাচের গ্লাস ভালো থাকবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা