• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কৃষিকে বাণিজ্যিক-লাভজনক করতে সরকার কাজ করছে: কৃষিমন্ত্রী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ জুন ২০২১  

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কৃষিকে বাণিজ্যিকীকরণ ও লাভজনক করতে নিরলস কাজ করছে। কৃষিকে লাভজনক করতে হলে কাজুবাদাম, কফি, গোলমরিচসহ অপ্রচলিত অর্থকরী ফসল চাষ করতে হবে। পাহাড়ের বৃহৎ অঞ্চলজুড়ে এসব ফসল চাষের সম্ভাবনা রয়েছে।

শনিবার বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ায় কাজুবাদাম বাগান, কফি বাগান ও আমসহ অন্যান্য ফলবাগান পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজারেও কাজুবাদাম, কফি ও আমসহ অন্যান্য ফলের বিশাল চাহিদা রয়েছে। ফলগুলোর দামও বেশি। সেজন্য এসব ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাত বাড়াতে হবে। পাহাড়ের বৃহৎ অঞ্চলজুড়ে আনারস, আম, ড্রাগনসহ অন্যান্য ফল চাষের সম্ভাবনা প্রচুর। তাই কাজুবাদাম ও কফির উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং এসব ফসলের চাষ আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে কৃষি মন্ত্রণালয় কাজ করছে। 

এসময় মন্ত্রী আরো বলেন, বর্তমানে দেশে অল্প পরিসরে কাজুবাদাম ও কফি উৎপাদন হচ্ছে। শুধু পাহাড়ি অঞ্চল নয়, সারাদেশের যেসব অঞ্চলে কাজুবাদাম ও কফির চাষাবাদের প্রচুর সম্ভবনা রয়েছে; কিন্তু বর্তমানে চাষাবাদ হচ্ছে না পর্যায়ক্রমে এমন এলাকাও কাজুবাদাম ও কফির চাষের আওতায় আনা হবে। 

ড. আব্দুর রাজ্জাক বলেন, কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে ২১১ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, বান্দরবানের ডিসি ইয়াছমিন পারভীন তিবরীজি, এসপি জেরিন আখতারসহ প্রমুখ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা