• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কোষ্ঠকাঠিন্য দূর করবে এই পাতার রস

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০  

অনেকে একে লাজুক লতা বা অঞ্জলিকারিকাও বলে থাকেন। এই গাছের শেকড় বেটে গুঁড়া করে ডায়রিয়ার জন্য খাওয়া হয়ে থাকে।

এছাড়াও হাত-পা জ্বালা, অর্শ্ব, রক্তপিত্ত, যোনির ক্ষত, নাড়ি সরে আসায়, আঁধার যোনি ক্ষতে, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, দাঁতের মাড়ি ক্ষতে, বগলে দুর্গন্ধ, কানের পুঁজে, গ্রন্থিবাত, কুজ্জতা বিভিন্ন রোগে লজ্জাবতী বেশ উপকারী। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে লজ্জাবতী খেতে হবে সে সম্পর্কে- 

অর্শ্ব রোগ
অর্শ্বের সমস্যায় গাছে ও মূলে ১০ গ্রাম আন্দাজ এক কাপ দুধ ও তিন কাপ পানি এক সঙ্গে মিশিয়ে নিন। এরপর সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে প্রত্যেক দিন সকাল–বিকেল দু’বার খেতে হবে। ছাগলের দুধ হলে ভালো হবে।

আমাশয় 
লজ্জাবতীর ডাঁটা পাতা মিলিয়ে ১০ গ্রাম সিদ্ধ করে ছেঁকে খেতে হবে। আর যাদের আমযুক্ত পায়খানা হয়, তারা শুধু পাঁচ বা ছয় গ্রাম সিদ্ধ করে ছেঁকে ওই পানি খেলে উপকার পাবেন।

দাঁতের মাড়ির ক্ষত 
দাঁতের মাড়ির ক্ষত সারাতে গাছসহ ১৫ থেকে ২০ সে.মি. লম্বা মূল পানিতে সিদ্ধ করে সে পানি দিয়ে ৭ দিন দিনে ৩ বার কুলকুচা করলে ভালো হয়।

লজ্জাবতী

লজ্জাবতী

ঘামের দুর্গন্ধ দূরে 
অনেকের ঘামে দুর্গন্ধ হয় এবং পোশাকে হলদে দাগ লাগে। এক্ষেত্রে লজ্জাবতী গাছের ডাঁটা ও পাতার ক্বাথ তৈরি করে বগল ও শরীর মাখতে হবে। 

আঁধার যোনি ক্ষতে 
এ বিচিত্র রোগটি কৃষ্ণপক্ষে বেড়ে যায় আর শুক্লপক্ষে শুকাতে থাকে । এ ক্ষতটি হয় সাধারণত হাটুর নিচে, আর না হয় কুঁচকির দু’ধারে। এক্ষেত্রে গাছও পাতা (মূল বাদে) ১০ গ্রাম শুধু পানি দিয়ে ক্বাথ করে খেতে হয় এবং ঐ ক্বাথ দিয়ে মুছতে হয়, ফলে অসুবিধা দুর হয়।

কোষ্ঠকাঠিন্য 
এই সমস্যার ক্ষেত্রে মূল ৭ থেকে ৮ গ্রাম থেঁতো করে সিদ্ধ করতে হবে এবং ছেঁকে ওই পানিটা খেতে হবে। তাহলে উপকার মিলবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা