• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ক্রিকেট অঙ্গনে ধোনিকেই সেরা বলছেন কপিল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮  

বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। যা কোনওভাবেই অস্বীকার করা যাবে না। তবে একজন সম্পূর্ণ ক্রিকেটার হিসাবে মহেন্দ্র সিং ধোনি তার থেকে অনেক এগিয়ে। ৮৩র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব অন্তত তেমনটাই মনে করেন।

ভারত এখনও পর্যন্ত যে যে কিংবদন্তী ক্রিকেটারদের জন্ম দিয়েছে তাদের মধ্যে ধোনি শ্রেষ্ঠ এবং মহান, এমনটাই মত কপিল দেবের।

তিরাশির বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়কের কথায়, মহেন্দ্র সিং ধোনি মহান ক্রিকেটার। ৯০ টেস্ট খেলার পরই নিজের জায়গা ছেড়ে দিয়ে তরুণদের সুযোগ করে দিয়েছেন। ও সবসময়ই দেশকে নিজের আগে রেখেছে। ধোনি যেটা করেছে তার জন্য ওকে কুর্ণিশ।

২০১৪ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ চলাকালীনই আচমকা অবসরের সিদ্ধান্ত নেন ধোনি। কোনও সাংবাদিক বৈঠক করেননি। শুধুমাত্র দল আর ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন তিনি আর টেস্ট খেলবেন না। এরপর বিসিসিআই জানিয়েছিল, টেস্ট থেকে অবসর নিচ্ছেন ভারতের সব থেকে সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

দুটি বিশ্বকাপসহ একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। ধোনিই ভারতের একমাত্র অধিনায়ক যিনি তিনটি আইসিসি ট্রফি জেতার কৃতিত্ব অর্জন করেছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা