• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ক্রিকেটপ্রেমীদের জন্য অভিনব উদ্যোগ নিলো আইসিসি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ মার্চ ২০২০  

করোনাভাইরাসের জেরে স্থবির পুরো বিশ্ব। ঘরবন্দি হয়ে একঘেয়েমি লেগে যাচ্ছে অনেকর! আর এই একঘেয়েমি কাটাতে ক্রিকেটপ্রেমীদের জন্য এক অভিনব উদ্যোগ নিয়ে হাজির বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ঘরবন্দি ক্রিকেটপ্রেমীদের জন্য খুলে দেওয়া হয়েছে আইসিসির ক্রিকেট আর্কাইভ।

১৯৭৫ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটের সব খেলাই দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। আইসিসির নিজস্ব আর্কাইভে এসব থাকলেও তা সর্বজনীন করা হয়নি এতদিন। এবার করোনাভাইরাস এর জেরে ঘরে আটকে থাকা মানুষদের জন্য এই উদ্যোগ নিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

শুধুমাত্র বিশ্বকাপের ম্যাচ নয়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচও রয়েছে এখানে। আইসিসির ফেসবুক পেজে এইসব ম্যাচগুলি দেখা যাবে। সুতরাং ক্রিকেট পাগল মানুষেরা সহজেই পুরনো ম্যাচের ঝলক দেখে নিতে পারবেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা