• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

খালেদা জিয়াকে নিয়ে ‘আবেগী’ মন্তব্য করে সমালোচিত মান্না

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০  

খালেদা জিয়া টেলিভিশনের পর্দায় এলে অন্ধকার ঘর আলোতে ঝলমল করত। সেই মানুষটি দুই বছর কারাগারে বন্দী থেকে নিঃশেষ হয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে নিয়ে মান্নার এমন উপস্থাপনা অতি উৎসাহি ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন ওই অনুষ্ঠানে উপস্থিত নেতা কর্মীরা। তারা বলেন, মিডিয়া ও দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সামনে আলোচনায়ে আসতে মাঝে মাঝে তিনি এমন আবেগী মন্তব্য করছেন। কেউ টিভি পর্দায় আসলে ঘর আলোকিত হয়ে যায় এটা অতি আবেগী কথা। 

ওই অনুষ্ঠানে উপস্থিত বিএনপির এক নেতা গণমাধ্যমকে বলেন, এক সময়ের ছাত্রলীগ নেতা মান্না হঠাৎ করে খালেদা জিয়াকে ‘আলোকবর্তিকা’ ভাবতে শুরু করলেন কেন তা ভেবে দেখা দরকার। তার এমন বক্তব্য বন্দী খালেদা জিয়াকে নিয়ে উপহাসের সমান বলেও মন্তব্য করেন তিনি। 

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায়, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে প্রশ্ন করেন-কেন তিনি ওবায়দুল কাদেরকে ফোন করেছিলেন ? এ সময় মির্জা ফখরুলের উদ্দেশ্য সম্পর্কে জানতে চান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, দুই বছর পার হয়ে গেছে, তারপরও বিএনপি নেতারা বেগম জিয়াকে মুক্ত করতে ব্যর্থ হয়েছেন। মান্না বলেন, পরাজয়ের আগেই হেরে যাচ্ছে বিএনপি। 
খালেদা জিয়াকে নিয়ে হঠাৎ করে মিডিয়ার সামনে সরব হওয়া ও দলের মহাসচিবকে ধমক দেওয়া মান্নার রাজনৈতিক দূরভিসন্ধি বলে ধারণা করছেন বিএনপি নেতারা। 
 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা