• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ঘরে বসে কয়েক মিনিটেই ভ্রু প্লাক করুন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৭ জুন ২০২০  

এই করোনাকালে পার্লারে যাওয়ায় বেশ ঝুঁকি রয়েছে। এজন্য যাবতীয় সৌন্দর্যচর্চা ঘরে বসেই করা শ্রেয়। তবে যারা নিয়মিত ভ্রু প্লাক করেন তাদের জন্য এই সময়টা বেশ ঝামেলারই বটে। 

তবে দুশ্চিন্তার কিছু নেই, ঘরেও বসেও ভ্রু নিজেই প্লাক করা যায়। কয়েকটি কৌশল মানলেই তা করা সম্ভব। জেনে নিন তবে-

> কুসুম গরম পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিন। তারপর আই ভ্রু ব্রাশ দিয়ে ভ্রু পরিষ্কার করে নিন।  

> ভ্রুর আকার ঠিক রাখতে চাইলে পেন্সিলের সাহায্যে আঁকিয়ে নিন। এতে দুটো ভ্রু সমান থাকবে।

> ত্বক টান টান করে ধরে টুইজারের সাহায্যে ধীরে ধীরে একটা একটা করে অতিরিক্ত ভ্রুগুলো তুলে নিন। 

> খেয়াল রাখবেন, ভ্রুয়ের বৃদ্ধি যেদিকে সেদিক বরাবর টুইজার দিয়ে টান দিবেন। 

> ভ্রুর আকার ঠিক রেখে লম্বা হওয়া লোমগুলো ছাটতে ভ্রু কাটার কাঁচি ব্যবহার করুন।

> ভ্রুর মাপ ঠিক আছে কিনা তা দেখে নিতে একটু পর পর ভ্রু আচঁড়ে নিন।

> ভ্রু তোলা হয়ে গেলে জ্বালাপোড়া ও লালাচেভাব কমাতে বরফ ব্যবহার করুন।

> মনে রাখবেন, অতিরিক্ত ভ্রু প্লাক করা হলে তা ভ্রুয়ের ফলিকলকে ক্ষতিগ্রস্ত করে। তাই সপ্তাহে কমপক্ষে তিনদিন পর পর ভ্রু প্লাক করতে পারেন।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা