• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে আবারো বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  

চব্বিশ ঘণ্টা পার হওয়ার আগেই আরো একটি বাল্যবিয়ে বন্ধ করলেন বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম। শুক্রবার দিবাগত রাত সাতটা ৪০ মিনিটে চরবানিয়ারী ইউনিয়নের খলিশাখালী গ্রামের তাপস মণ্ডলের একাদশ শ্রেণি পড়ুয়া মেয়ের (১৭) বিয়ে তিনি বন্ধ করেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত মেয়ের বাবাকে তাৎক্ষণিকভাবে তিন হাজার টাকা জরিমানা করে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের নারায়ণ চন্দ্র বালার বিদ্যালয়ে পড়ুয়া মেয়ের বিয়ে বন্ধ করে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

আজ শনিবার চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম জানান, পার্শ্ববর্তী মোল্লাহাট উপজেলা থেকে আগত বরসহ বরপক্ষের লোকজন ঘটনাস্থলে তাদের উপস্থিতি আগে থেকে টের পেয়ে পালিয়েছে। জানুয়ারি মাসে এ পর্যন্ত তিনটি বাল্যবিয়ে বন্ধ ও জরিমানা করা হলো।

তিনি আরো জানান, আইন নির্ধারিত বিয়ের বয়স না হওয়ায় যাদের বিয়ে বন্ধ করা হচ্ছে, সেই মেয়ে, ছেলে ও তাদের পরিবারকে সমাজে মর্যাদা বজায় রাখার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা