• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে ৩৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

বাগেরহাটের চিতলমারীতে সদ্য বিদেশ থেকে আসা ৩৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় উপজেলা হলরুমে এক জরুরী বৈঠক শেষে এ পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে নোভেল করোনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩ ওয়ার্ডে পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাহী অফিসার আরও জানান, সম্প্রতি এ উপজেলার বিভিন্ন গ্রামে ভারত, সৌদি আরব, মালয়েশিয়া, আমেরিকা, জর্ডান, সিঙ্গাপুর, ওমান, ইরাকসহ বিভিন্ন দেশ হতে ৪২৭ জন নিজ বাড়ি ফিরে এসেছেন। তাদের মধ্যে ৬৭ জনের ১৪ দিন পার হয়ে গেছে। তাই সতর্ক থাকতে বাকি ৩৬০ জনকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এ উপজেলায় কোন করোনা রোগীর সন্ধান পাওয়া যায়নি। করোনা প্রতিরোধের জন্য প্রতিটি ওয়ার্ডে পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান মিলন জানান, হাসপাতালে নোভেল করোনা রোগীদের জন্য বিশেষ পাঁচটি শয্যা এবং চিতলমারী সরকারী এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১০০টি সাধারণ শয্যা প্রস্তুত করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ উপজেলায় কোন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

এ ছাড়াও এই সভায় জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা