• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

টিকটক-ইনস্টাগ্রামের ভিডিও দেখা যাবে গুগলে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১  

তরুণ প্রজন্মের কাছে ইনস্টাগ্রাম ও টিকটক বেশ জনপ্রিয়। অনেকে এ দুটি সোশ্যাল মিডিয়া অ্যাপের কারণে তারকাও হয়ে উঠেছেন। অ্যাপ দুটির শর্ট ভিডিওগুলো এখন গুগলেই দেখা যাবে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয় ভিডিওগুলোই গুগলের হোমপেজে দেখা যাবে। মূলত ব্যবহারকারীদেরকে আরো বেশি সময় গুগলে রাখার জন্যই ক্যারোসেল ফিচারটি যুক্ত করা হচ্ছে।

মোবাইল থেকে গুগল অ্যাপ ব্যবহারে টিকটক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের ভিডিও হোমপেজের উপরেই দেখা যাবে। এতে ক্লিক করলে সোশ্যাল প্ল্যাটফর্মের ওয়েব সংস্করণটি দেখা যাবে। এর ফলে কোনো ভিডিওগুলো সবচেয়ে বেশি বার দেখা হয়েছে তা সহজেই জানা যাবে।

ফিচারটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি গুগল। শুধু জানিয়েছে, প্রাথমিকভাবে ফিচারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। সার্চ করলে এখনই এটা পাওয়া যাবে না।

কোন ধরণের চুক্তির ভিত্তিতে ইনস্টাগ্রাম ও টিকটকের ভিডিও গুগলে দেখা যাবে তা জানা যায়নি। ২০১৫ সাল থেকে টুইটারের ভিডিও কনটেন্টও দেখিয়ে আসছে গুগল।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা