• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দল বেঁধে ঘুরে বেড়াবেন না, ঘরে থাকুন : কোহলি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

মারণ ভাইরাসের কবলে পড়ে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে ইতালি, চীন, স্পেনের মতো দেশগুলো। বাংলাদেশে চলছে ১০ দিনের সরকারি ছুটি। প্রতিবেশী দেশ ভারতে চলছে ২১ দিনের লকডাউন। সবকিছু থমকে গেছে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে লকডাউনকে যেন সাধারণ মানুষ মোটেই হালকাভাবে না নেয়- সেই আবেদন আরও একবার জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কারণ এটা মারাত্মক ভাইরাস।

এর আগে প্রতিবারই করোনাভাইরাস নিয়ে সচেতনতার বার্তা স্ত্রী আনুশকাকে সঙ্গে নিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবার ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এলেন তিনি। এক ভিডিও বার্তায় তিনি বলেন,'হ্যালো আমি বিরাট কোহলি বলছি! আজ আমি ভারতের একজন খেলোয়াড় হিসেবে বলছি না, দেশের একজন নাগরিক হিসেবে বলছি । গত কয়েক দিনে দেখছি কিছু মানুষ দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে, তারা কারফিউর নিয়ম মানছে না, লকডাউন এর গাইডলাইন ফলো করছে না। অর্থাৎ তারা যেন বিষয়টাকে খুব হালকাভাবে নিচ্ছে। কিন্তু মনে রাখবেন এই লড়াইটা এত হালকাভাবে নেওয়ার নয়, এই লড়াই আরও কঠিন।'

লকডাউনের সময় সরকারি নিয়ম নীতি মেনে চলার পরামর্শ দিচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নমোর 'জনতা কারফিউ' এর সমর্থনে কিং কোহলি এবং আনুশকা শর্মা ভারতবাসীর কাছে ভিডিও বার্তায় তাদের আবেদন তুলে ধরেন। লকডাউন ঘোষণার পরেই করোনার মতো মারণ ভাইরাসের বিরুদ্ধে দেশকে বাঁচানোর বার্তা দেন তারা। এরপরেও কি মানুষের ঘুম ভাঙবে?

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা