• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পাটুরিয়া-দৌলতদিয়ায় সীমিত আকারে চলছে ফেরি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২০  

ঘন কুয়াশার কারণে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে এখনো ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে ছোট-বড় ৬ শতাধিক যানবাহন।
ঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার মধ্যরাত থেকে কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। শনিবার ভোর ৫টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখা যাচ্ছিল না। এ সময় দুঘর্টনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। সকাল সাড়ে ৯টার দিকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হলেও উভয়পাড়ে আটকে আছে বহু যানবাহন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা