• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে নিহত আলমগীরের ইজিবাইকটি মঠবাড়িয়ায় উদ্ধার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১  

ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা খাঁন আলমগীর হোসেনের মৃতদেহ ১১এপ্রিল পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধারের একদিন পর তার ইজিবাইকটি উদ্ধার করেছে মঠবাড়িয়া থানার পুলিশ। ১২ এপ্রিল একটি গ্যারেজ থেকে ইজিবাইকটি অভিনব কায়দায় উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চত করেছেন ফকিরহাট মডেল থানায় অপহরন মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পুলিশ পরির্দশক (এসআই) এস এম রায়হান।

এদিকে খান আলমগীর হোসেন হত্যা ও ইজিবাইক ছিনতাই ঘটনার সাথে জড়িত সন্দেহে মোছা: সালমা বেগম (৩০) নামের এক মহিলাকে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। এর পূর্বে অর্থাৎ ৯ এপ্রিল শরনখোলার সোনাতলা এলাকার সিদ্দিক খানের পুত্র ও আটককৃত নারীর স্বামী আব্দুল খান জুয়েলকে আটক করে। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ সিএন্ডবি এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিল বলে পুলিশ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৪এপ্রিল সকালে বালিয়াডাঙ্গা গ্রামের খান হারুনার রশিদের পুত্র ইজিবাইক চালক খান আলমগীর হোসেন বাড়ী থেকে বের হওয়ার পর আর বাড়ী ফিরে আসেনি। এ ব্যাপারে নিহতের ভাই নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করেন (যার নং-০৭, তারিখ ০৮/০৪/২০২১ইং)। রবিবার (১১এপ্রিল) মঠবাড়িয়া এলাকায় একটি পরিত্যাক্ত ভবনের মধ্যে বালুর স্তুপের মধ্যে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ভাবে ধারনা করছেন তাঁকে হত্যার পর লাশ বালুর স্তুপের ভেতর লুকিয়ে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা