• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ মার্চ ২০২০  

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা প্রকাশ করেছেন ওই ইউনিয়ন পরিষদের সদস্যরা। একই সাথে তারা চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও করেছেন। 

খানপুর ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্যের স্বাক্ষরিত অভিযোগ পত্রে চেয়ারম্যান ফহম উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে এসেছে।

খানপুর ইউপি সদস্যরা তাদের লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন ইউনিয়ন পরিষদের নারিকেল গাছসহ বিভিন্ন ধরনের ফলদ গাছ ও পুকুর ব্যক্তি সম্পত্তি হিসেবে ব্যবহার, ইউপি সীমানা প্রচীরের পুরাতন ইট বাড়িতে নিয়ে ব্যবহার, সরকারী ভাতাভোগীদের কাছ থেকে অর্থ গ্রহণ, টাকার বিনিময়ে সরকারী ঘর প্রদান, শালিশ বৈঠকের নামে অর্থ গ্রহণ, ট্যাক্স, ট্রেড লাইসেন্স, এলজিএসপি প্রকল্পসহ নানা অনিয়ম করেছেন।

এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের বিরুদ্ধে ওই ইউনিয়নের সদস্যরা অনাস্থা প্রস্তাব গ্রহণ করেছেন। একই সাথে তারা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা