• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে কৃষকদের মাঝে গলদা রেণু বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ আগস্ট ২০২০  

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে বিনামূল্যে চাষিদের মাঝে গলদা চিংড়ির রেণু বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে গবেষণা কেন্দ্রের হ্যাচারি চত্বরে রেণু বিতরণ করেন চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম।

এসময় বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন চিংড়ি চাষিদের মাঝে দুই হাজার করে গলদার রেণু বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উৎপাদিত আরও রেণু চাষিদের মাঝে বিতরণ করা হবে বলে চিংড়ি গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়। এর আগে প্রায় এক লাখ পোনা বিতরণ করা হয়।

বিতরণের সময় চিংড়ি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রাকিবুল হাসান, ড. এএসএম তানবিরুল হক, মোসা. সাবরিনা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা