• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে চার লক্ষাধিক টাকার অবৈধ জাল ধ্বংস

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১  

বাগেরহাটের শরণখোলায় বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় চার লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

সূত্র জানায়, বুধবার বিকেলে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিনের নেতৃত্বে বলেশ্বর নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় নদী থেকে ৪টি নিষিদ্ধ বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে জব্দ কৃত উপজেলা সদর রায়েন্দা স্লুইস গেট এলাকায় নিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দ কৃত জালের বাজার মূল্য প্রায় চার লাখ টাকা বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এম এম পারভেজ।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী মৎস্য সম্পদ রক্ষায় কেউ যাতে নদীতে নিষিদ্ধ বেহুন্দী বাদা জাল ফেলতে না পারে তার জন্য নিয়মিত বলেশ্বর নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা