• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে তিন শতাধিক শ্রমিককে খাদ্য সহায়তা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ মে ২০২১  

মে দিবসে বাগেরহাটে লকডাউনে কর্মহীন হয়ে পড়া তিন শতাধিক মোটর শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার বেলা ১১টায় বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে মে দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে এসব শ্রমিকের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। প্রত্যেক শ্রমিককে ১৫ কেজি করে চাল দেয়া হয়েছে।

অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, আইসিটি ও শিক্ষা) খোন্দকার রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা রেজাউর রহমান মন্টু ও বাগেরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী তৌহিদুর রহমান জনি উপস্থিত ছিলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, শ্রমিকদের মধ্যে ঐক্য রয়েছে। আপনারা সরকারের দেয়া লকডাউন মেনে পরিবহণ চালানো বন্ধ রেখে সরকারকে সহযোগিতা করছেন। সরকার বুঝতে পারছে আপনাদের পরিবার পরিজন নিয়ে চলতে কষ্ট হচ্ছে। সরকারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন আপনাদের পাশে আছে। সব ধরনের পরিবহণ চলাচলের বিষয়ে সরকার বিবেচনা করছে। বিগত দিনে আপনারা আগেও আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও পাশে থাকবেন। আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

লকডাউনে কর্মহীন হয়ে পড়া বাগেরহাট জেলায় যত পরিবহণ শ্রমিক আছেন তাদেরও প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করার চেষ্টা থাকবে বলে জানান জেলা প্রশাসক।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা