• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে পর্যটক আগমন নিষিদ্ধ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১  

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদ, সুন্দরবন, জাদুঘর ও হযরত খানজাহানের মাজার এলাকায় দেশি-বিদেশি সব ধরনের পর্যটকের আগমন নিষিদ্ধ করা হয়েছে। সরকারের নির্দেশে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এসব ট্যুরিস্ট স্পটে পর্যটকদের আগমন নিষিদ্ধ থাকবে বলে নিশ্চিত করেছে সুন্দরবন বিভাগ ও বাগেরহাট ট্যুরিস্ট পুলিশ।

শুক্রবার দুপুর থেকে সব ধরনের পর্যটক আগমন নিষিদ্ধ ঘোষণা করে বাগেরহাট ট্যুরিস্ট পুলিশ পাহারা বসিয়েছে।

অন্যদিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের ট্যুরিস্ট স্পট করমজল, হারবাড়িয়া, কটকা-কচিখালী, হিরন পয়েন্ট, দুবলা, টাইগার পয়েন্টসহ গোটা সুন্দরবনে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের পর্যটন বন্ধের নির্দেশ দিয়েছে বন অধিদফতর।

এই বন কর্মকর্তা আরও জানান, শনিবার (৩ এপ্রিল) থেকে গোটা সুন্দরবনে দেশি-বিদেশি কোনও পর্যটককে ঢুকতে দেওয়া হবে না। ইতোমধ্যে যেসব পর্যটক সুন্দরবনে রয়েছেন, তাদের দ্রুত সুন্দরবন থেকে বের করে নিয়ে আসা হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা