• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০  

বাগেরহাটের জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামেঅনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শাহ ই আলম বাচ্চু।

বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগরের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, ভুইয়া হেমায়েত উদ্দীন, সাবেক কোষাদক্ষ সরদার সেলিম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাব্লু, সরদার ফখরুল আলম সাহেব, নকীব নজিবুল হক নজু, অ্যাড. মিলন ব্যানার্জী, তথ্য ও গবেষনা সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী, মোল্লা ইব্রাহিম হোসেন, মীর জায়েসী আসরাফী জেম্স, লিটন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর খুনিদের জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন। সুতরাং এ থেকেই প্রমান হয়, জিয়াউর রহমানের মদদেই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে, তখন স্বাধীনতা বিরোধীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সকলে ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা