• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  

“মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার”শ্লোগানে বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে রবিবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

র‌্যালী শেষে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মামুনুর রশীদ। ডিডিএলজি দেবপ্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন, সিএস হুমায়ুন কবির, এডিসি কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক আব্দুল্লা আল ইমরান, মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড: শাহ-ই-আলম বাচ্চু, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, প্রেসকাবের সভাপতি এ্যাড: মোজাফ্ফর হোসেন, ক্যাব- বাগেরহাটের সভাপতি বাবুল সরদার, চেম্বার অব কমার্সের সচিব নূরুল আলম পিন্টু, প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফর রহমান, আকমল উদ্দিন সাকি, মুক্তিযোদ্ধা অসীমাভ ডাকুয়া প্রমুখ।

বক্তারা বলেন, এসডিজি অর্জনে ভোক্তা অধিকার নিশ্চিত করা জরুরী। এজন্য ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি পণ্য ও সেবার মান যাচাইয়ে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা