• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে ‘বুলবুল’র তাণ্ডবে গাছচাপায় কিশোরী নিহত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৯  

বাগেরহাটের রামপালে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ভেঙে পড়া গাছচাপায় ছামিয়া আক্তার (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার উজোলপুর ইউনিয়নের ভরসাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে রামপাল ও শরণখোলা উপজেলায় সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা ভেঙে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নেই বিদ্যুৎ সংযোগ। ঝড়-বৃষ্টিতে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানান, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সুন্দরবনের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে হারবাড়িয়া ও করমজল বন বিভাগের অফিসের অনেক ক্ষতি হয়েছে।

অপরদিকে শরণখোলা উপজেলায় একটি বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে লোকালেয়ে পানি ঢুকে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করছে জেলা প্রশাসন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা