• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে মাদরাসাছাত্রীকে ধর্ষণ: মাদরাসা সুপারের যাবজ্জীবন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০  

বাগেরহাটের শরণখোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় এক মাদ্রাসা সুপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত ইলিয়াছ জোমাদ্দার (৪৮) বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের আব্দুল গফফার জোমাদ্দারের ছেলে এবং একই উপজেলার উত্তর খোন্তাকাটা রাশিদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সুপার।

যাবজ্জীবনের পামাপাশি বিচারক তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডও দিয়েছেন। মামলার বরাতে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী রনজিৎ কুমার মণ্ডল বলেন, ২০১৯ সালের ৮ অগাস্ট পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে মাদ্রাসায় লাইব্রেরিতে ধর্ষণ করেন ইলিয়াস।পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার ১১ দিন পর ১৯ অগাস্ট মেয়েটির বাবা বাদী হয়ে শরণখোলা থানায় মাদ্রাসা সুপার ইলিয়াসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে ওই বছরের ১৭ অক্টোবর জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি এলাকা থেকে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয় এবং পরে তিনি জবানবন্দি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা