• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে হোম কোয়ারেন্টাইন না মানায় নারীর জরিমানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

বাগেরহাটের ফকিরহাটে হোম কোয়ারেন্টাইন না মানায় বিদেশফেরত এক নারীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পরিবারের লোকদের ওই নারীর হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার আদেশ দেওয়া হয়েছে। 

ভারত থেকে এসে প্রশাসনের নির্দেশমত হোম কোয়ারেন্টাইনে না থাকায় ফকিরহাট উপজেলার প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা এ আদেশ দেন। এ নির্দেশনা না মানলে পরবর্তীতে তার বিরুদ্ধে আরও কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা জানান, ওই নারী ১৬ মার্চ ভারত থেকে দেশে এসেছেন। নিয়ম অনুযায়ী তার হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু তিনি তার এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। তাকে প্রথমে বোঝানো হয়েছে। তারপরও তিনি হোম কোয়ারেন্টাইনে থাকতে রাজি হননি। তাই আইনের প্রয়োগ করা হয়েছে। তারপর পরিবারের লোকদের ওই নারীর হোমকোয়ান্টিন নিশ্চিত করার ব্যবস্থা করতে বলা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা