• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে ১ লাখ ৬৭ হাজার ১৭৪ শিশুকে ভিটামিন `এ` প্লাস ক্যাপসুল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ অক্টোবর ২০২০  

বাগেরহাট ১ লাখ ৬৭ হাজার ১৭৪ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সিভিল সার্জনের সন্মেলন কক্ষে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২০ সফল করার লক্ষে সাংবাদিকদের জন্য এক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। 

কর্মশালায় বক্তব্য রাখেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে, এম, হুমায়ুন কবির, ডেপুটি সিভিল সার্জন ডা. পুলক দেবনাথ, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার প্রমুখ।

সিভিল সার্জন জানান, অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মুল ও অপুষ্টজনিত শিশু মৃত্যু প্রতিরোধে করার লক্ষ্যে ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর  পর্যন্ত অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুদের লাল ও নীল রংয়ের ক্যাম্পসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে জেলায় ১৮৩১টি কেন্দ্রে ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪৭ হাজার ৩৭৮ জন শিশুকে লাল ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৭৯৬ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন ক্যাম্পসুল খাওয়ানো হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা