• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটের হুড়কা ইউনিয়নে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নে করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণ সেচ্ছায় সড়কগুলোর মুখে ‘বাঁশের বেড়া’ দিয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে। জরুরি প্রয়োজন ছাড়া এলাকার বাইরে যেতে দেয়াও হচ্ছে না। বাঁশের বেড়ার তালা মারা গেট খুলে শুধুমাত্র খাদ্য ও জরুরি পণ্যবাহী যানবাহন হুড়কা ইউনিয়নের সড়কে চলাচল করতে দেওয়া হচ্ছে। সড়কমুখে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাও করা হয়েছে। 

সোমবার সন্ধ্যা থেকে হুড়কা ইউনিয়নের ৭টি সড়কমুখে এলাকার যুবকরা পালাক্রমে পাহারা দিচ্ছেন। বাগেরহাট জেলায় বিদেশফেরতের মধ্যে এখনো ২৩০০ অধিক প্রবাসী হোম কেয়ারেন্টাইন না করে করোনাভাইরাস ছড়ানো ঝঁকি বাড়াচ্ছে। জেলার ৭৫টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার মধ্যে হুড়কা ইউপি চেয়ারম্যানের করোনাভাইরাস প্রতিরোধে সর্বপ্রথম এমন উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। 

রামপালের হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার মোবাইল ফোনে জানান, হুড়কা ইউনিয়নের জনসাধারনকে যাতে মরণঘাতী করোনাভাইরাসের হাত থেকে রক্ষা করা যায় সেজন্য সড়কগুলোতে বাঁশের বেড়া দিয়ে প্রবেশদ্বার তৈরী করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে হুড়কা ইউনিয়নে বহিরাগত বা এলাকার লোকজনের নিকট আত্মীয়-স্বজনদেরও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া এলাকার লোকজনকে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সড়কমুখে এলাকার যুবকরা পালাক্রমে পাহারা দিচ্ছে। বাঁশের বেড়ার তালা মারা গেট খুলে শুধুমাত্র খাদ্য ও জরুরি পণ্যবাহী যানবাহন হুড়কা ইউনিয়নের সড়কে চলাচল করতে দেয়া হচ্ছে। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা