• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাবলা গাছের উপকারিতা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১  

বাবলা মাঝারি আকৃতির বৃক্ষ। এর পাতা তেতুলের পাতার মত। গাছের গায়ে কাটা আছে। বাবলা গাছেল নামের সঙ্গে যুক্ত হয়ে আর একটি গাছ এদেশে হয়। তার প্রচলিত গ্রাম্য নাম গুয়ে বাবলা। গুয়ে এই বিশেষণ দেওয়াটার কারণ হলো এই গাছের ত্বকে পাওয়া যায় যেন বিষ্ঠার গন্ধ কিন্তু ফলে পাওয়া যায় বর্তমানের প্রসিদ্ধ মাইমোসার গন্ধ। এই গাছগুলো আকারে ছোট হয় এবং এর বাড় বাড়ন্ত কম। আমাদের এদেশে এটিকে আরও খদির বা খয়ের গাছ, শমী বা শাই গাছ বলে চিনি।

বাবলা গাছের বিভিন্ন উপকারিতা :

আলসার সমস্যায় :

গরম দুধের সাথে বাবলা গাছের বীজ চূর্ণ্ করে খেলে ভালো উপকার পাওয়া যায়।

শরীরের ব্যাথায় :

তেলের সাথে বাবলা গাছের মূল চূর্ণ্ করে তেলের প্রলেপ দিলে বাত ব্যাথঅ ভালো হয়।

আমাশয় রোগে :

বাবলা গাছেল ছাল সিদ্ধ করে খেলে আমাশয় ভালো হয়।

বাত ব্যাথা :

বাত ব্যাথায় বাবলা গাছের মূল চূর্ণ্ তেলের সাথে প্রলেপ দিলে বাত ব্যাথা ভালো হয়।

কফ সমস্যায় :

বাবলা গাছের পাতা বেটে সেই রস সেবন করলে কফ নিঃসরণ হয়।

পিত্তাশয়ের সমস্যায়:

বাবলা গাছের পাতা পিত্তাশয়ের রোগে ব্যবহৃত হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা