• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাড়িতেই চলছে ক্রিকেটারদের অনুশীলন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

করোনায় বন্ধ সব ধরনের ক্রিকেট। ফিটনেস ঠিক রাখতে তাই বিসিবির চিকিৎসকদের নির্দেশনা মেনে বাড়িতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য তৌহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিম।
পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও মাঠের লড়াইয়ে ফিরতে চান তারা। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সবাইকে ঘরে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন এ দুই ক্রিকেটার।

অলস দুপুরে নেই কর্মব্যস্ততা। বারান্দার রেলিংয়ে হাত রেখে একমনে দূরের পানে চেয়ে থাকা। কখনো টেলিভিশনের পর্দায় বিনোদনমূলক অনুষ্ঠানে একুট বিনোদন খুঁজে নেয়া। করোনার প্রভাবে এভাবেই কাটছে অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের জীবন।

অখণ্ড অবসর। করোনার কারণে বন্ধ খেলাধুলা। মাঠের যোদ্ধাদের তাই সময় কাটছে বাড়িতেই। তবে, এসময় মেনে চলছেন বিসিবির চিকিৎসকদের নির্দেশনা। ফিটনেস ঠিক রাখতে বাড়িতে নেই পর্যাপ্ত ব্যস্থা। তারপরও চালিয়ে যাচ্ছেন চেষ্টা।
করোনায় আপাতত স্থবির সব ধরণের ক্রিকেট। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের চমতকার স্মৃতি প্রতিদিনই তামিম,হৃদয়দের যোগায় ভাল খেলার অনুপ্রেরণা। করোনা পরিস্থিতির উন্নতি হলে আবারো ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের মেলে ধরতে চান এই ক্রিকেটাররা।

চলমান অস্থিরতায় শুধু নিজেরাই নয়, পুরো দেশের মানুষকেও সচেতনতার বার্তা দিয়ে রাখলেন তামিম, হৃদয়রা।
 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা