• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেস ব্রিফিং

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০  

জেনে বুঝে বিদেশ যাই,অর্থ সম্মান দুটোই পাই। এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মারুফুল আলম।

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার।

উপজেলা নির্বাহী অফিসার লিখিত বক্তব্যে জানান, জনবলের অভাবে বিশ্বের অনেক দেশের অর্থনীতির চাকা অচল হয়ে পড়েছে। সে সব দেশ অন্য দেশ হতে জনশক্তি নিয়ে তাদের অর্থনীতিকে সচল রাখছে।

এ সুযোগ কাজে লাগিয়ে ১৯৭৬ সাল হতে বাংলাদেশ বিদেশে জনশক্তি প্রেরণ শুরু করে। বর্তমান বিশ্বের ১৭৩ দেশে ১ কোটি ২০ লাখের অধিক বাংলাদেশী কর্মী বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। তারা বছরে গড়ে ১ লাখ ৬০ হাজার কোটি টাকার অধিক দেশে পাঠায়। যা দেশের অর্থনৈতিক
উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সেই গতিকে আরো বাড়াতে সরকার দেশের ৪৯২ টি উপজেলা থেকে প্রতিবছর ৪ লাখ ৯২ হাজার যুবক-যুবতীকে প্রশিনের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলবে বিদেশে পাঠানোর জন্য। এ লক্ষে সরকার বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।

এ সময় কচুয়া উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা