• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ব্যবসা-বাণিজ্যে চ্যালেঞ্জের পাশাপাশি সম্ভাবনাও তৈরি হয়েছে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

বৈশ্বিক মহামারির এ সময়ে ব্যবসা-বাণিজ্যে যেমন চ্যালেঞ্জ আছে, তেমনি নতুন করে সম্ভাবনাও তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশি।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সভাকক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বৈঠকে নতুন করে তৈরি হওয়া এই সম্ভাবনা কাজে লাগাতে রপ্তানি শিল্পের করণীয় নিয়ে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, তৈরি পোশাক শিল্পকে কোনো আর্থিক সুবিধা দেওয়া হয়নি। তবে ২ শতাংশ হারে লোন দেওয়া হবে যা তারা কিছু দিন পর শোধ করবে।

বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, কেবিনেট সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সরকারের সংশ্লিষ্ট সচিব, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক গভর্নরসহ বিজিএমইসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা