• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মিয়ানমারকে চাপ দিতে ব্রিটিশ মন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ জুন ২০২০  

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের প্রতি চাপ তৈরি করতে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী এনি মারিয়া ট্রিভিলিয়ানকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বুধবার (২৪ জুন) এক ভিডিও কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার রাতে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী এনি মারিয়া ট্রিভিলিয়ানকে জানান, মিয়ানমার রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক কোনো পদক্ষেপ নিচ্ছে না। একাধিকবার প্রত্যাবাসনের কথা বললেও মিয়ানমার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। ব্রিটিশ সরকার বিষয়টি নিয়ে মিয়ানমারের ওপর চাপ তৈরি করলে করলে সংকটের সমাধান হতে পারে।

দুই মন্ত্রী ভিডিও কনফারেন্সের আলাপে চলমান কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় আবদুল মোমেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানান, এই দুর্যোগে বাংলাদেশের প্রবাসী কর্মীরা মধ্যপ্রাচ্য থেকে চাকরি হারানোর ঝুঁকি মোকাবিলা করছে। এ অবস্থায় যুক্তরাজ্য বাংলাদেশকে এই খাতে সহায়তা করতে পারে।

দুই মন্ত্রী ভিডিও কনফারেন্সের আলাপে জলবায়ু পরিবর্তন, চলমান করোনা মোকাবিলা, পোশাক খাতের দুরবস্থা নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রিভিলিয়ানকে আরও জানান, করোনা সংকটের মধ্যে পোশাক খাতের ব্রিটিশ প্রতিষ্ঠানগুলো ৩০ কোটি ডলারের অর্ডার বাতিলের ঘোষণা দিয়েছে। এই ঘোষণার পর বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে অনেক সমস্যা পোহাতে হচ্ছে। তাই পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্য সরকারের প্রতি অনুরোধ জানান, ব্রিটিশ সরকার যদি এ বিষয়ে সহযোগিতা করে পোশাক খাতের বাতিল বা স্থগিত হওয়া ক্রয়াদেশগুলো ফের বহাল করে, তবে এই দুর্যোগ মোকাবিলা করতে বাংলাদেশের উপকার হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা