• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মুক্তির প্রথম দিনে কত আয় করলো শাহরুখের ‘জিরো’?

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮  

ব্যর্থ সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি জিরো দিয়ে শাহরুখের সব সমীকরণ পাল্টে যাবে বলে ধারণা করছেন সিনেমা সংশ্লিষ্টরা। আজ শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। শুরু থেকে নানা কারণে আলোচিত সিনেমাটির প্রথম দিনের বক্স অফিস আয় নিয়েও চলছে জল্পনা-কল্পনা।

এ প্রসঙ্গে বক্স অফিস বিশ্লেষক গিরিস জোহর ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, সিনেমাপ্রেমীদের মাঝে জিরো বেশ ভালো সাড়া ফেলেছে। এটির জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং সবার মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। ট্রেইলার, গান সবকিছুর প্রচার খুব চমৎকারভাবে হয়েছে এবং মুক্তির আগেই বেশ আলোচনা তৈরি করতে পেরেছে। বুদ্ধিদীপ্ত প্রচারের কারণে তার বাউয়া সিং (সিনেমায় শাহরুখের চরিত্র) নামটি সবার পরিচিত।

ভারতীয় গণমাধ্যম জি বিসনেস সূত্রে জানা যায়, নন-হলিডে শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ায় প্রথমদিন বক্স অফিসে আয় করেছে ৩৫ কোটি রুপি। ছবিটি মোট ৫৯৬৫ স্ক্রিনে মুক্তি হয়েছে। যার মধ্যে ভারতে ৪৩৮০টি স্ক্রিন ও ভারতের বাইরে ১৫৮টি।

শাহরুখ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা জব হ্যারি মেট সিজলরইস। এর মধ্যে প্রথমটি বলিউড বক্স অফিসে আয় করে মাত্র ৬৪.৩৩ কোটি রুপি। অন্যদিকে রইস সিনেমাটি এক শ কোটির ক্লাবে নাম লেখালেও আশানুরূপ আয় করতে ব্যর্থ হয়।

চলতি বছর প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা আমির খান, অমিতাভ বচ্চন অভিনীত থাগস অব হিন্দোস্তান। মুক্তির দিনেই ৫২.২৫ কোটি রুপি আয় করে এটি। যদিও পরবর্তী সময়ে এ ধারা অব্যাহত রাখতে ব্যর্থ হয়। এরপরই রয়েছে রণবীর কাপুর অভিনীত সিনেমা সাঞ্জু। সিনেমাটির প্রথম দিনে আয় ছিল ৩৪.৭৫ কোটি রুপি। সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত রেস-থ্রি সিনেমাটি ২৯.১৭ কোটি রুপি আয় দিয়ে বক্স অফিস যাত্রা শুরু করে। তবে প্রত্যাশার তুলনায় সাড়া ফেলতে হয়েছে এটি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা