• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোরেলগঞ্জে আরও ১০ লাখ মাছের পোনা আটক, নদীতে অবমুক্ত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

বাগেরহাটের মোরেলগঞ্জে আরও ১০ লাখ পার্শে মাছের পোনা আটক করে নদীতে অবমুক্ত ও ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেল ৬টার দিকে পানগুছি নদীতে অভিযান চালিয়ে পোনামাছসহ ট্রলারটি আটক করে কোস্ট গার্ড।

পরে ট্রলার ও এর জেলেদেরকে মোবাইল কোর্টে তোলা হয়। কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জণ চন্দ্র দে ট্রলারের মাঝি দাকোপ উপজেলার কাকড়াবুনিয়া গ্রামের মো. আলী কাজী(৩৮) ও নুরুজ্জামান গাজীকে(৪৮) ৪ হাজার টাকা করে অর্থদন্ড দেন এবং পোনামাছগুলো নদীতে অবমুক্ত করেন।

সহকারি মৎস্য কর্মকর্তা মেখ ইয়াকিন আলী ও কোস্ট গার্ড মোরেলগঞ্জ কন্টিজেন্ট কমন্ডিার মো. আব্দুল হাকিম এ সময় উপস্থিত ছিলেন্। এদিন সকালে ৫ লাখ পার্শে মাছের পোনাসহ আরও একটি ট্রলার কোস্ট গার্ড আটক করে। ট্রলার দু’টি সুন্দরবনের ভোলা নদীর সোনার চর এলাকা থেকে পোনামাছ ধরে বাগেরহাটের রামপাল যাবার পথে পানগুছি নদীতে আটক হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা