• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোরেলগঞ্জে খোলা হচ্ছে ১০০ বেডের আইসোলেশন ওয়ার্ড

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার রোধের জন্য বাগেরহাটের মোরেলগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মনিটরিং টিম গঠন করা হয়েছে। উপজেলা সদরে এসএম কলেজে ১০০ বেডের আইসোলেশন ওয়ার্ড খোলার প্রস্তুতি চলছে। পার্শ্ববর্তী ভারতসহ বিভিন্ন দেশ থেকে গত ১৫ দিনে ৩৪৫ জন লোক মোরেলগঞ্জে নিজ বাড়িতে এসেছেন। মোরেলগঞ্জে এ পর্যন্ত ১৬জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

করোনা প্রতিরোধের জন্য বুধবার বেলা সাড়ে ৯টায় বাগেরহাট জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সে এ সব তথ্য জানানো হয়।

কনফারেন্স শেষে ১৭১টি মনিটরিং টিমের দায়িত্ব বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ওপর ভাগ করে দেওয়া হয়।

ভিডিও কনফারেন্সে বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য সকলকে সর্বোচ্চ ত্যাগ ও বিশ্বস্ততার সাথে কাজ করার আহ্বান জানান।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, ডাক্তার, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা ভিডিও কনফারেন্স অংশ গ্রহন করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা