• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোল্লাহাটে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ৯

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

মোল্লাহাটের অত্যন্ত শৃঙ্খল পরিবেশে পৃথক তিনটি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। সোমবার এসএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষায় মোল্লাহাট কেন্দ্রে সাধারণ শাখায় ৯৪১ জনের মাঝে ২ জন অনুপস্থিত থাকায় ৯৩৯ অংশ নেয়। এছাড়া ওই কেন্দ্রে ভোকেশনালে ১৭৫ জনের মাঝে ৩জন অনুপস্থিত থাকায় ১৭২ জন পরীক্ষায় অংশ নেয় বলে জানান কেন্দ্র সচিব এস,এম, ফরিদ আহম্মেদ।

এছাড়া উপজেলার চরকুলিয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোট ৫২০ জনের মাঝে ২জন অনুপস্থিত ছিলেন বলে জানান কেন্দ্র সচিব বিন্দু প্রসাদ বিশ্বাস ও প্রধান শিক্ষক মোঃ মোরাদ মোল্লা।

এছাড়া কাহালপুর মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় (কুরআন শরীফ) মোট ১৫৭ জনের মাঝে ২জন অনুপস্থিত থাকায় ১৫৫ জন অংশ নেয় বলে জানান ওই কেন্দ্রের সচিব অধ্যক্ষ মাওঃ বশির আহম্মেদ।

উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাফ্ফারা তাসনীন এবং সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ্য মন্ডল কেন্দ্র পরিদর্শন করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা