• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

যেসব কারণে ইসলাম একটি অনন্য ধর্ম

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ মে ২০২০  

ইসলাম (আরবি: الإسلام‎) শব্দটি এসেছে আরবি س-ل-م শব্দটি হতে; যার দু’টি অর্থ: ১. শান্তি ২. আত্মসমর্পণ করা। সংক্ষেপে, ইসলাম হলো শান্তি (প্রতিষ্ঠা)’র উদ্দেশ্যে এক ও অদ্বিতীয় আল্লাহ’র কাছে আত্মসমর্পণ করা।

ইসলামের মূল শিক্ষা হলো- এক আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা বা মাবুদ নেই এবং হজরত মুহাম্মাদ (সা.) হলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল।

ইসলাম কোনো নতুন ধর্ম নয়, বরং সৃষ্টির শুরু থেকেই ইসলামের উৎপত্তি। হজরত আদম (আ.) ছিলেন এই পৃথিবীর প্রথম মানব এবং ইসলামের প্রথম নবী। আর শেষ নবী হলেন হজরত মুহাম্মাদ (সা.)।

ইসলামের মূল ভিত্তি কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী ইসলামে কোনো দল বা সম্প্রদায় নেই। সবার পরিচয়ই হবে মুসলমান এবং জীবন পরিচালনার ভিত্তি হবে এই দুটিই।

তো চলুন আমরা সংক্ষেপে জেনে নিই; যেসব কারণে ইসলাম একটি অনন্য ধর্ম-

> ইসলামের প্রধান বিশ্বাস একত্ববাদ। একত্ববাদ আপনাকে বহু দেবতা, জড়বস্তুর পূজা, অনর্থক কাজ এবং ব্যক্তি নির্ভরতা থেকে মুক্তি দেবে।

> ইসলামের অলৌকিকত্ব হলো কোরআন নামের একটি বই, যে বই দুনিয়াতে রচিত হয়নি, আসমান থেকে নাজিল হয়েছে। এ বই এর একটি বর্ণও বিকৃত হয়নি এবং হবেও না।

> কোরআনের নিদর্শন কিয়ামাত পর্যন্ত জারি হতে থাকবে। এর হিফজ মানুষের অন্তরে ধারন থাকবে যা পৃথিবীর অন্য একটি বইও মুখস্ত করা সম্ভব নয়। এটি একটি ওপেন চ্যালেঞ্জ।

> বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.) যে আদর্শ রেখে গেছেন সে আদর্শের বিপরিত একটি আদর্শও স্থায়ী হবে না। আর সে আদর্শই মানব জাতির মুক্তির দিশারী।

> ইসলাম একটি মানবতার দ্বীন। এতে ধনী, গরিব ও বর্নভেদ নেই। এতে অমুসলিমদের পূর্ণ অধিকার দেয়া হয়েছে যা পৃথিবীর অন্য কোনো ধর্মে নেই।

> ইসলাম এমন একটি মতবাদ যাতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রিয়- সব ধরনের বিধান পুঙ্খানুপুঙ্খ বর্ণনা রয়েছে।

> অন্যান্য সব মতবাদ সমস্যার পর সমাধানের চেষ্টা করে, ইসলাম যেকোনো সমস্যার শুরুই হতে দেয় না। যেকোনো অপরাধ সৃষ্টির পথও বন্ধ করে দেয়।

> ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সারা পৃথিবীতে কোনো অর্থাভাব, খাদ্যাভাব, দুর্যোগ ও অবিচার থাকবে না। 

> ইসলাম একটি সভ্য ধর্ম। এ ধর্ম অসভ্যদের আলোকিত মানুষ বানিয়েছে।

> ইসলাম একমাত্র ধর্ম যেখানে জ্ঞানচর্চাকে ইবাদাতের মর্যাদা দেয়া হয়েছে।

> ইসলাম একটি স্বভাবজাত ধর্ম, এতে কোনো নোংরামি বা অযৌক্তিক কোনো কাজ নেই। এতে একটি মুদ্রারও অপচয় নেই।

> ইসলামই একমাত্র ধর্ম যেখানে জ্ঞান চর্চাকে উৎসাহ দেয়া হয়। 

> ইসলাম মানুষকে সর্বোচ্চ চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। সে জন্য যে যতো ইসলাম পালন করে সে ততো চরিত্রবান ও ভদ্র।

> ইসলামে বর্ণ বিভেদ নেই। সবার জন্য সমান আইন, সবাই সবার সঙ্গে সম্পর্ক গঠন করতে পারে।

> ইসলামে যে চাবে সে-ই ইসলামি পণ্ডিত হতে পারবে, কারো কোনো কিছু হতে বাধা নেই।

> পরিশেষে আমরা বলতে চাই, ইসলাম নিছক কোনো ধর্ম নয়, এটি একটি পূর্ন জীবন ব্যবস্থা। মানব জাতির প্রত্যেকটি সমস্যার ‘সহজ’ সমাধান ইসলামেই রয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা