• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রাজারবাগে ঈদের জামাত চারটি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ মে ২০২০  

আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর। একেবারেই ভিন্ন এক পরিস্থিতিতে সারাদেশে উদযাপিত হতে যাচ্ছে ঈদ। এবার রাজারবাগ পুলিশ লাইন্সের কেন্দ্রীয় জামে মসজিদে পরপর চারটি ঈদের নামাজের আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ পুলিশ।

জানা গেছে, ঈদের নামাজের প্রথম জামাত শুরু হবে সকাল ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়, তৃতীয় জামাত ১০টায় এবং ১১টায় অনুষ্ঠিত হবে সর্বশেষ জামাত।

এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ।

রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম রাজারবাগ পুলিশ লাইন্সের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিতব্য ঈদের নামাজের প্রস্তুতি পরিদর্শন করেন। এসময় ঢাকা মহানগর পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে উন্মুক্ত স্থান ও ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজের আয়োজন না করতে বিধি-নিষেধ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনার পরিপেক্ষিতে রাজারবাগ পুলিশ লাইন্সের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা