• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রামপালে বিদেশ ফেরতদের শনাক্ত করতে চলছে অভিযান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

রামপালে বিদেশ ফেরত ৪৩১ জন প্রবাসীদের মধ্য থেকে ৯২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জনবল সংকট ও নজরদারীর অভাবে বিদেশ ফেরৎ প্রবাসীরা হোম কোয়ারেন্টাইনে না থেকে যত্রতত্র ঘোরাফেরা ও পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছে।

রামপাল উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ দপ্তর, রামপাল থানা পুলিশ ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন জনপ্রতিনিধিদের সমন্বয়ে টাস্কফোর্স গঠনের মাধ্যমে বিদেশ ফেরতদের তথ্যানুসন্ধান জোরদার করা হয়েছে। প্রতিদিনই বিদেশ ফেরত লোকের সংখ্যা বাড়ছে। এর বাইরেও বিনা পাসপোর্টে ভারত থেকে পালিয়ে রামপালে প্রবেশকারীদের সংখ্যাও বাড়ছে।

ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বেশকিছু ভারত থেকে আগত ব্যক্তিকে চিহ্নিত করে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জনবল সংকটের কারনে বাকীদের শনাক্ত করনে হিমশিম খাচ্ছে প্রশাসন। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুকান্ত কুমার পাল এর কাছে জানতে চাইলে তিনি জানান, হাসপাতালের তিনটি কেবিনে তাৎক্ষনিকভাবে করোনা উপসর্গ নিয়ে কেউ এলে আমরা আইইডিসিআর এর রিপোর্টে করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো এবং কোয়ারেন্টাইনে রাখা লোকদের সার্বক্ষনিকভাবে পর্যাবেক্ষন করা হচ্ছে।

তবে তিনি সবাইকে নিজ নিজ দায়িত্বে সতর্ক থাকার ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান, আমরা বিদেশ ফেরত ব্যক্তিদের উপর সার্বক্ষনিক নজরদারী বৃদ্ধি করেছি। কোন বিদেশ ফেরত ব্যক্তি সরকারি নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা