• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

র‍্যাংকিংয়ে পর্তুগালের উন্নতি, অপরিবর্তিত ব্রাজিল-আর্জেন্টিনা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০  

উয়েফা নেশনস লিগে টানা দুই জয়ে ফিফার র‍্যাংকিংয়ে উন্নতি ঘটেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের। সেরা পাঁচে জায়গা করে নিয়েছে পর্তুগিজরা। বৃহস্পতিবারের প্রকাশিত র‍্যাংকিংয়ে পর্তুগালের উন্নতি ঘটলেও জায়গা অপরিবর্তিত আছে ব্রাজিল-আর্জেন্টিনার।

গত ৯ এপ্রিল থেকে অপরিবর্তিত ছিল ফিফা র‍্যাংকিং। উয়েফা নেশনস লিগের ম্যাচের পর তালিকায় পরিবর্তন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই প্রতিযোগিতায় ক্রোয়েশিয়া আর সুইডেনের বিপক্ষে জয়ে পর্তুগাল চলে এসেছে সেরা পাঁচে। দুই ধাপ নেমে ক্রোয়েশিয়া আট এবং সুইডেন এক ধাপ নেমে এসেছে ১৮ নম্বরে।

র‌্যাংকিংয়ে শীর্ষ চার দলের কোনো পরিবর্তন হয়নি। এক নম্বরে রয়েছে যথারীতি বেলজিয়াম। দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল এবং চারে ইংল্যান্ড। পঞ্চম স্থানে আসলো পর্তুগাল। এদিকে আর্জেন্টিনা আছে নবম স্থানে।

র‍্যাংকিংয়ে পরিবর্তন হয়নি বাংলাদেশেরও। আগের মতো ১৮৭ নম্বরেই আছে লাল সবুজ জার্সিধারীরা। তবে প্রতিবেশী দেশ ভারত এক ধাপ এগিয়ে ১০৯ নম্বরে এসেছে।

র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফটি দিয়েছে গত বিশ্বকাপের আয়োজক রাশিয়া। সার্বিয়া এবং হাঙ্গেরির বিপক্ষে জিতে ছয় ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছে তারা। সার্বিয়া দুই ধাপ পিছিয়ে ৩১ এবং হাঙ্গেরি ৫২ নম্বর স্থানে অপরিবর্তিত।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা