• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

লুট হওয়া আইফোন বন্ধ করছে অ্যাপল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ জুন ২০২০  

পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডে বিক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্র। এই সুযোগে অনেকেই অ্যাপল স্টোর থেকে আইফোন লুট করেছেন। অ্যাপল সেই ফোনের লোকেশন দেখে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেগুলো বন্ধ করে দেবে।

অ্যাপলের এক মুখপাত্র জানিয়েছেন, জর্জ ফ্লয়েড হত্যার পর সহিংসতা ছড়িযে পড়লে অ্যাপল বেশ কয়েকটি শহরে বেশ কয়েকটি স্টোর এরই মধ্যে বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটি ফোন লুটেরাদের শনাক্তের কাজ শুরু করেছে এরইমধ্যে।

কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, পোর্টল্যান্ড, ওয়াশিংটন ডিসির স্টোর ভেঙে লুটতরাজ চালানো হয়েছে। এতে ১০৯৯ ডলার দামের আইফোন ১১ প্রো ম্যাক্সসহ বিভিন্ন আইফোন নিয়ে গেছে। তাই অ্যাপল খুব সহজেই বিষয়টিতে থেমে যাচ্ছে না।

অ্যাপল বলছে, যারা লুট করেছেন ডিভাইসগুলো নির্দিষ্ট স্থানে ফেরতের কথা জানানো হয়েছে। তাদের ডেমো ফোনগুলোতে এখন এসব বার্তা দেখানো হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা